ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও অপরাজয় ৭১ চত্বরে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বই ও জলরং, রংপেনসিল বাক্সসহ বিভিন্ন উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে বিশেষ পুরস্কার হিসেবে বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়।

বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি তাপস দেবনাথ, সাধারণ সম্পাদক রাশেদুল আলম লিটন, কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক মালিহা মনজুর মৌমি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাধারণ সম্পাদক আলফি শাহরিন ফিহা, সাংগঠনিক সম্পাদক মাহাফুজা ফারিহা মারজান, কানিজ, লাবণ্য, আব্দুল্লাহ আল আজাদ, মীর ছানোয়ার হোসেন ছানুসহ কালের কণ্ঠের জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথি সাংস্কৃতিক কর্মী মাহাবুব আলম রুবেল জানান, বসুন্ধরা শুভসংঘের এমন আয়োজন সত্যিই প্রসংশনীয়, যা অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য ধারণে সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ