ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

উখিয়ায় শুভসংঘের স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
উখিয়ায় শুভসংঘের স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি

নিয়মিত হাত ধোয়া স্বাস্থ্যসচেতনতার একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। স্বাস্থ্যসচেতন না হওয়ায় অনেকেই হাত না ধুয়ে খাবার খান, যা শিশুরাও অজান্তে শিখে নেয়।

বিশেষজ্ঞদের মতে, কৃমি ও ডায়রিয়া রোগের একটি বড় কারণ হলো হাত না ধুয়ে খাবার খাওয়া। তাই শিশুদের খাবার আগে এবং মলত্যাগের পর হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।

বুধবার (১১ ডিসেম্বর), বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উখিয়া উপজেলার ভালুকিয়া কিডস্ হ্যাভেন কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসচেতনতা ও ভালো কাজে উদ্বুদ্ধকরণ কর্মসূচি আয়োজন করা হয়। এ কর্মসূচিতে অভিভাবক ও শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি ভালো অভ্যাসের গুরুত্ব বোঝানো হয়।

শুভসংঘের উখিয়া উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে ভালো কাজকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বই গুছিয়ে রাখা, যেখানে-সেখানে ময়লা না ফেলা, পিতামাতার কথা শোনা—এসবই ভালো কাজ।

অপরিচিত কারও কাছ থেকে কিছু খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন এবং শিক্ষার্থীদের প্রতি দিন অন্তত একটি ভালো কাজ করতে উদ্বুদ্ধ করেন। ’

সাধারণ সম্পাদক রবিউল হাসান শিমুল শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করার লক্ষ্যে হাত ধোয়ার প্রয়োজনীয়তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অভিভাবক নাজমা আক্তার বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের কার্যক্রম অগ্রণী ভূমিকা রাখবে।

ভালুকিয়া কিডস্ হ্যাভেন স্কুলের শিক্ষক মোহাম্মদ ফাহাদ বলেন, শিশুরা আয়নার মতো; যা শেখানো হয়, তা-ই প্রতিফলিত হয়।

ছোটবেলা থেকে ভালো কাজের অভ্যাস গড়ে তোলা তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
শুভসংঘের প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম খান বাপ্পীর পরিচালনায় এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন শিক্ষক নিলোফার আক্তার, অভিভাবক মোহাম্মদ হাসান, সেলিনা আক্তার এবং শুভসংঘের অন্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।