ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

ফকিরহাটে বসুন্ধরা শুভসংঘের সহায়তায় খুশি অসহায় দুই নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
ফকিরহাটে বসুন্ধরা শুভসংঘের সহায়তায় খুশি অসহায় দুই নারী

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসচ্ছল দুই নারীকে মুরগি পালনের জন্য চারটি দেশি জাতের মুরগি প্রদান করা হয়েছে। মুরগি পেয়ে হুমাইরা আফিয়া ও বাসন্তী রবি দাস বসুন্ধরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় মুরগি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের ফকিরহাট প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ ফকিরহাট উপজেলা শাখার উপদেষ্টা মান্না দে, শুভসংঘ ফকিরহাট উপজেলা শাখার সভাপতি অনিমেষ কুমার মজুমদার, সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা, সহসভাপতি হালিমা খাতুন ও পল্লব আচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মো. আবু জাবির, প্রচার সম্পাদক চিন্ময় মজুমদার, উপপ্রচার সম্পাদক রিয়াদ শেখ, ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম এবং সদস্য অনিন্দ্য শীল ও সামিয়া আক্তারসহ শুভসংঘের অন্যান্য নেতৃবৃন্দ।

মুরগি পেয়ে মুখে হাসি ফুটেছে হুমাইরা আফিয়ার।

ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা উত্তরপাড়া গ্রামের হান্নান শেখের মেয়ে হুমাইরা। তার বাবা ২০২২ সালে এবং মা ২০২৪ সালে মারা গেছেন। বর্তমানে সে তার অসুস্থ বড়বোন ফাতেমা তুজ জোহরাকে নিয়ে খুব কষ্টে দিন পার করছে। সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী হুমাইরা প্রাইভেট পড়িয়ে নিজের পড়াশোনা ও সংসারের খরচ চালায়।

তিনি জানান, তাদের বাড়িতে মুরগি রাখার ঘর থাকলেও অর্থের অভাবে মুরগি পালন সম্ভব হয়নি। বসুন্ধরা শুভসংঘের দেওয়া মুরগি পেয়ে এখন তিনি মুরগি পালন শুরু করতে পারবেন। এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে, ফকিরহাট উপজেলার মানসা গ্রামের কৃষ্ণ রবি দাসের স্ত্রী বাসন্তী রবি দাস জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ।

খেয়ে না খেয়ে তাদের সংসার চলে। তার ছেলে খোকন রবি দাস ফুটপাতে জুতা-স্যান্ডেল মেরামত করে যেটুকু আয় করে, তা দিয়ে ঠিকমতো সংসার চলে না। স্বামীর অসুখ ও খাবারের অভাবের কারণে তারা চরম বিপাকে রয়েছেন। মুরগি পালন করে কিছুটা হলেও উপকার হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এ সহযোগিতার জন্য তিনি বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।

শুভসংঘের সভাপতি অনিমেষ কুমার মজুমদার বলেন, বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে দুইজন অসহায় ও দুস্থ নারীকে দুটি করে দেশি মুরগি প্রদান করা হয়েছে। তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা অত্যন্ত খুশি। ভবিষ্যতে এমন মানবিক কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করব।

উল্লেখ্য, এর আগে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের মোমেনা বেগম নামে এক অসহায় নারীকে দুটি ছাগল প্রদান করা হয়েছিল। এছাড়াও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ