ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিনামূল্যে স্কুলশিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিনামূল্যে স্কুলশিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

মুন্সীগঞ্জ: বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।  

রোববার (৮ ডিসেম্বর) জেলার ফুলতলা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর মাধ্যমে রক্তের গ্রুপ জানল বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম।
তার নেতৃত্বে অন্যদের মধ্যে কার্যক্রমটি বাস্তবায়নে সহায়তা করেন বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার সহসভাপতি মো. হাসানুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াসিউ রহমান বৃন্ত, দপ্তর সম্পাদক রিফাত হোসাইন, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম আকাশ, ক্রীড়া সম্পাদক সৃজন শাহরিয়ার অর্ণব, সাংস্কৃতিক সম্পাদক হুমায়রা তানজুম অর্নাসহ শুভসংঘের বন্ধুরা।

বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম বলেন, সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য জরুরি রক্ত প্রয়োজন হয়। রক্তের গ্রুপ জানা থাকাটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আগে থেকে রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে রক্তের ব্যবস্থা করা সহজ হয়। আজকের এ আয়োজন সবার মাঝে সচেতনতা তৈরি করবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ