ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের ঝিনাইদহ জেলা কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
বসুন্ধরা শুভসংঘের ঝিনাইদহ জেলা কমিটি গঠন

ঝিনাইদহ: শুভ কাজে সবার পাশে থাকার প্রত্যয় নিয়ে বসুন্ধরা শুভসংঘের ঝিনাইদহ জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেনকে সভাপতি ও কেয়া রানী প্রামাণিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।  

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অধ্যক্ষ জয়া রানী চন্দ, মো. মাহমুদুল হাসান, রেক্সোনা খাতুন ও এস এম আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শান্তা ইসলাম, আসাদুজ্জামান সোহাগ ও রাফিকা ইসলাম শেফা, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শোয়াইব ইকরাম অভি, দপ্তর সম্পাদক সাগর ভৌমিক, নারী বিষয়ক সম্পাদক ফারহানা রুমি, ইভেন্ট সম্পাদক কবিতা খাতুন, কার্যকরী সদস্য মো. হাবিবুর রহমান সৌরভ, রিয়াজ আহমেদ, রাসেল হোসেন ও মোস্তাকিম হোসেন জীম।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন কালের কণ্ঠ’র ঝিনাইদহ জেলা প্রতিনিধি অরিত্র কুণ্ডু, কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন।  

বসুন্ধরা শুভসংঘ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের একটি সামাজিক সংগঠন। যা শীতবস্ত্র বিতরণ, দুস্থ পরিবারের মধ্যে ইফতার ও খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে নিখরচায় গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি, পথশিশুদের পড়াশোনার ব্যবস্থাসহ নানা সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ