ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্বরূপকাঠিতে কিশোরীদের ফুটবল ম্যাচ

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্বরূপকাঠিতে কিশোরীদের ফুটবল ম্যাচ

কিশোরীদের ক্রীড়াঙ্গনে উৎসাহিত করতে ও ক্ষমতায়নের লক্ষ্যে পিরোজপুরের স্বরূপকাঠিতে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ স্বরূপকাঠি শাখা।  

রোববার (১৭ নভেম্বর) সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফুটবল ম্যাচে উপজেলার নারী ফুটবল একাডেমির কিশোরী খেলোয়াড়রা অংশ নেয়।

 

স্বরূপকাঠির বিশিষ্ট ক্রীড়াবিদ ও ফুটবল কোচ নাসির আহম্মেদ রফিক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত কিশোরীদের নিয়ে একটি ফুটবল একাডেমি খুলেছেন। তিনি সম্পূর্ণ বিনা ফিতে কিশোরীদের ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন। এমনকি কিশোরীদের জন্য ফুটবল, জার্সিসহ নানা ধরনের খেলার সামগ্রী নিজেই জোগাড় করে সেটা দিয়ে তাদের প্রশিক্ষণ দিচ্ছেন। তার একাডেমির ৩০ জন কিশোরী খেলোয়াড় ‘লাল দল’ ও ‘হলুদ দল’ নামে দুটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান।
 
আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘের স্বরূপকাঠি উপজেলা শাখার সহ-সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা রানী হালদার, সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম তালুকদার, শিক্ষক এমাম সিকদার, কালের কণ্ঠ প্রতিনিধি ও উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা হযরত আলী হিরু ও ফুটবল কোচ মো. নাসির আহম্মেদ রফিক বক্তব্য দেন। খেলায় ‘হলুদ দল’ ২-১ গোলের ব্যবধানে ‘লাল দলকে’ হারিয়ে বিজয়ী হয়। বিজয়ী দলের রেশমা ম্যাচে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছে। খেলায় মো. জুয়েল রেফারির দায়িত্ব পালন করেন। কিশোরীদের এ ফুটবল ম্যাচ দেখতে বিভিন্ন বয়সের দর্শকরা মাঠের চার পাশে ভিড় করেন।

পুরস্কার বিতরণের আগে প্রধান অতিথি ইউএনও মনিরুজ্জামান বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদের শারীরিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। এ এলাকার কিশোরী খেলোয়াড়দের নিয়ে বসুন্ধরা শুভসংঘ ও কোচ নাসির আহম্মেদ রফিকের এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। আশা করি, বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এ এলাকায় তাদের এমন কার্যক্রম অব্যাহত রাখবে।

স্বাগত বক্তব্যে কালের কণ্ঠ প্রতিনিধি ও উপজেলা শুভসংঘের উপদেষ্টা হযরত আলী হিরু বলেন, শুভ কাজে সবার পাশে- এ স্লোগানে বসুন্ধরা শুভসংঘ সারা দেশে মানবিক, সামজিক ও সহযোগীতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় স্বরূপকাঠির কিশোরীদের ফুটবল খেলায় উৎসাহ যোগাতে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নারী ফুটবলাররা ভালো পারফরম্যান্স করে আসছে। এরই মধ্যে তারা টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে। স্বরূপকাঠির এ কিশোরীরাই হয়তো একদিন বাংলাদেশের জন্য প্রত্যাশিত সাফল্য ও সুনাম বয়ে আনবে।  

বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড় এবং রেফারির হাতে ট্রফি, মেডেল ও সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন অতিথিরা।

পুরো আয়েজনটি সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে নেছারাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন, উপজেলা শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন বিল্লাহ রাজু, অর্থ বিষয়ক সহসম্পাদক রুহুল আমীন, সাংস্কৃতিক বিষয়ক সহসম্পাদক মুগ্ধ হাসান, নারী বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম হাসি, নারী বিষয়ক সহসম্পাদক মুনিয়া শরীফ মুনা, সদস্য রমজান আলী রাকিব ও রিমি ইসলাম দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ