ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

দিনাজপুরে প্লাস্টিকের বিনিময়ে ফলজ-ঔষধি গাছের চারা দিল বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
দিনাজপুরে প্লাস্টিকের বিনিময়ে ফলজ-ঔষধি গাছের চারা দিল বসুন্ধরা শুভসংঘ

বোচাগঞ্জ (দিনাজপুর): সারি সারি জমা ছিল ফলজ ও ঔষধি গাছ। কিন্তু এ গাছের চারা নিতে প্রয়োজন হয় না টাকা, দিতে হবে প্লাস্টিক।

এ ব্যতিক্রমী প্রোগ্রামের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজে শাখার বন্ধুরা।

প্লাস্টিকের বিনিময়ে গাছ এ চিত্র শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে দেখা যায়।

প্লাস্টিক রিসাইকেল করার মাধ্যমে পরিবেশকে ভালো রাখার জন্য শুভসংঘের সদস্যরা প্লাস্টিক দিয়ে কলম বক্স, ফুলদানি এসব তৈরি করে নিয়ে আসেন এবং পরে তারা সরকারি কলেজের ক্যাম্পাস মাঠে প্লাস্টিক পরিষ্কার করে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।  

এ বিষয় বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি বলেন, প্লাস্টিক রিসাইকেল করার মাধ্যমে আমরা আমাদের পরিবেশকে অনেক ভালো রাখতে পারি। পরিবেশ ভালো রাখার জন্য প্লাস্টিক রিসাইকেল একটা চমৎকার উপায়। আপনারা বিভিন্ন ধরনের প্লাস্টিককে আলাদা করে রাখুন যাতে সেগুলো সহজে রিসাইকেল করা যায়। এতে আমাদের ক্যাম্পাস, শহর, দেশ ও সর্বোপরি আমাদের পরিবেশটা ভালো থাকবে। প্লাস্টিকের বিষয়ে সতর্কতা বাড়াতে এমন আয়োজন প্রশংসনীয়।

বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো. স্বপন আলী বলেন, প্রতিদিন কয়েক হাজার টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ে। তাছাড়া খাল-বিল-নালা সব ধ্বংস হয়ে যাচ্ছে প্লাস্টিকের কারণে। তাই প্লাস্টিকের ব্যাপারে সচেতনতা খুবই জরুরি। নইলে পরিবেশ রক্ষা করা সম্ভব হবে না। আর পরিবেশ না বাঁচলে আমরা বাঁচবো না। আমাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মুরাদ সুইন, জয় শেখ, আপন দেবনাথ, রাফিনা হাসান রিমা, ইসমাইল হোসেন, অরূপ কুমার রায়, জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মাঈশা হুমায়রা ইতু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপা রানী, মো. রোকুনুজ্জামান হৃদয়, রাসেল আহমেদ, আজরিন রহমান আন্না, অর্থ সম্পাদক অরুন জ্যোতি অনিক, দপ্তর সম্পাদক রিয়াজ আহমেদ, ইভেন্ট সম্পাদক হুমায়রা হিমু, কর্ম ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক আসফি আক্তার, প্রচার সম্পাদক সানোয়ার হোসেন শান্ত, ক্রীড়া সম্পাদক জ্যোতির্ময় রায়, সহ-ক্রীড়া সম্পাদক রিফাত, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানজিমুল ইসলাম তামিম, কার্যকরী সদস্য রাকিব হাসান চৌধুরী, লাবু ইসলাম দুর্জয় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ