ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

আদমদীঘিতে পলিথিন ব্যবহার বন্ধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক ক্যাম্পেইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
আদমদীঘিতে পলিথিন ব্যবহার বন্ধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক ক্যাম্পেইন

বগুড়া: বসুন্ধরা শুভসংঘ বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে দুই শতাধিক শিক্ষার্থীদের নিয়ে পলিথিন ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।  

সোমবার (১১ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমী উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক এ ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

 

এ সময় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ২০০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে পলিথিন ব্যবহার বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বসুন্ধরা শুভসংঘ আদমদীঘি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকব।  

এ সময় তিনি পলিথিন ব্যবহার করলে কী ক্ষতি হয় তা তুলে ধরেন। এ ছাড়া পলিথিনের বিকল্প হিসেবে আমরা কী ব্যবহার করতে পারি তা নিয়েও আলোচনা করেন।  

তিনি আরো বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এই মহতী আয়োজনে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধের বিষয়ে শিক্ষার্থীরা বিস্তারিত ধারণা পেয়েছে। ’

বসুন্ধরা শুভসংঘের সভাপতি আমিনুল ইসলাম সুমন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে।

আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর যে প্রভাব পড়েছে তা আমরা বুঝতে পারছি। সেজন্য পরিবেশ রক্ষা করা ছাড়া আমাদের বিকল্প নেই। তাই এই ধরনের উদ্যোগগুলো আমাদের গ্রহণ করতে হবে। '
এ সময় আরো উপস্থিত ছিলেন- শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক এনামুল হক, সহকারী শিক্ষক রুবেল হোসেন, সান্তাহার শহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, কালের কন্ঠের প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, বসুন্ধরা শুভ সংঘের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, শিক্ষক হিটলার, মাহফুজা, জাহাঙ্গীর, আমজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ