ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
ডিএসইর ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬০টি কোম্পানির মোট ৫৫ কোটি ৭১ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৪ কোটি টাকা বেশি।

আগের কার্যদিবসে ব্লক মার্কেটে মোট ৫২টি কোম্পানির ৫১ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার (১ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির মোট ৭ কোটি ৭৭ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। আর ৪ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১

এসএমএকে/এমএমজেড

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।