ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে পূবালী ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে পূবালী ব্যাংক

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার পার্পেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।  

বৃহস্পতিবার (০৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিসেম্বর ২০১৪ সালের ঝুঁকিভিত্তিক মূলধন আধিপত্য সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনসের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের বাসেল-২ এর সম্মতিতে অতিরিক্ত টায়ার-১ (এটি -১) মূলধন শর্ত পরিপালনে এই বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদনের পর এই বন্ড ইস্যু করা হবে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
এসএমএকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।