ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শেয়ারবাজার

আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে সিলকো ফার্মা

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে সিলকো ফার্মা সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড

ঢাকা: আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। এ লক্ষ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ওষুধ রপ্তানির লক্ষ্যে আফগানিস্তানে অবস্থিত জাহিদ ইলিয়াস আদিল লিমিটেডের সঙ্গে রপ্তানি চুক্তি সম্পন্ন করেছে। কোম্পানিটি আগামী পাঁচ বছরের জন্য ১৩টি ভিন্ন ধরনের ওষুধ রপ্তানি করবে।

কোম্পানিটি প্রায় তিন লাখ ৮০ হাজার ডলারের ওষুধ রপ্তানি করবে। প্রথম রপ্তানি মূল্য ২৬ হাজার ৭৮০ হাজার ইউএস ডলার ১৩টি ভিন্ন ওষুধের বিপরীতে। চলতি আগস্ট মাস থেকে রপ্তানি প্রক্রিয়া শুরু করবে কোম্পানিটি।

আফগানিস্তানে ওষুধ রপ্তানির মাধ্যমে কোম্পানির প্রায় ৩০ শতাংশ মুনাফা হবে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।