ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে স্কয়ার ফার্মা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে স্কয়ার ফার্মা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, স্কয়ার ফার্মার সাবসিডিয়ারি কোম্পানির নাম হবে স্কয়ার লাইফসাইন্সেস লিমিটেড।

সাবসিডিয়ারি তৈরিতে কোম্পানির মোট ব্যয় হবে ৩৫০ কোটি টাকা। প্রতিষ্ঠানটি ওরাল সলিড ডোজেজ প্রোডাক্টস উৎপাদন করবে।

এই প্রজেক্টের ব্যয় কোম্পানির নিজস্ব ফান্ড বা স্কয়ার লাইফসাইন্সের স্পন্সরদের কাছ থেকে অর্থায়ন করা হবে। ২০২৩ সালের জুনের মধ্যে কোম্পানিটির প্রজেক্ট বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।