ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে বিএসইসি’র সতর্ক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে বিএসইসি’র সতর্ক

ঢাকা: করপোরেট গভর্ন্যান্স গাইডলাইনের শর্তগুলো যথাযথভাবে পালন না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) কমিশনের ৭১৬তম সভায় এ জরিমানা করা হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে জানানো হয়, নোটিফিকেশন নম্বর এসইসি/সিএমআরআরসিডি/২০০৬-১৮৫/১৩৪/অ্যাডমিন/৪৪ ডেটেড আগস্ট ৭, ২০১২ এর শর্তগুলো পরিপালন না করে শাসতি রানী সাহাকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে সিজিডি’র কন্ডিশন নম্বর ১.৩(ii) লঙ্ঘন করায় কোম্পানিটিকে সতর্ক করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।