ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা হলেন সাইফুর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা হলেন সাইফুর রহমান

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন সাইফুর রহমান মজুমদার। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ডিএসইতে যোগ দেন তিনি। এদিন ডিএসই থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইতে যোগদানের আগে সাইফুর রহমান কর্পোরেট ও আর্থিক পরামর্শক সংস্থা ‘কর্পোরেট সাপোর্ট লিমিটেড’র পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসাবে দায়িত্ব পালন করেছেন।

এতে আরও বলা হয়, একজন পেশাদার হিসেবে বেসরকারি খাতের বিভিন্ন পদে বাইশ বছর ধরে জড়িত সাইফুর রহমান। পুঁজিবাজার, আর্থিক ব্যবস্থাপনা, রপ্তানি ও উৎপাদন পরিচালনা, মানব সম্পদ পরিচালনা, পরিচালনা পরামর্শকসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে তার।

সাইফুর রহমান একজন খ্যাতনামা চার্টাড অ্যাকাউনটেন্ট ও কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউনটেন্ট। তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় অ্যাকাউন্টিং সংস্থা আইসিএসবি এবং আইসিএমএবি’র ফেলো সদস্য। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে বি. কম (সম্মান) এবং এম. কম (অ্যাকাউন্টিং) সম্পন্ন করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এসএমএকে/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।