ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
ডিএসইর লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে ডিএসই-সিএসই লোগো

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। তবে টানা তিনদিন পর ডিএসইর সূচক সামান্য বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬৫৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ্ সূচক ০ দশমিক ৬৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৯২ ও ২০২৩ পয়েন্টে রয়েছে।

এদিকে, লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর ডিএসইএক্স ৭ পয়েন্ট বাড়ে। এরপর ১০টা ৪৫ মিনিটে সূচক আরো ১৬ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর বেলা ১১টার দিকে সূচকের ঊর্ধ্বমুখীধারা অব্যাহত থাকে।

বৃহস্পতিবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থ্যাৎ বেলা সাড়ে ১১টা ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬৬৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩০৫ ও ২০১৬ পয়েন্টে অবস্থান করে।
 
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৮৫ কোটি ৯৯ লাখ টাকার। যা আগের দিন থেকে ১২৩ কোটি টাকা কম। আগের দিন (১৩ মার্চ) ডিএসইতে লেনদেন হয়েছিল ৭০৮ কোটি ১২ লাখ টাকার।

এদিকে বৃহস্পতিবার ডিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৭টির কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো- বৃটিশ আমেরিকান টোব্যাকো, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, ডাচ্-বাংলা ব্যাংক, মুন্নু সিরামিক, স্কয়ার ফার্মা, সিঙ্গারবিডি, বাটা সু, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৪৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৬টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। সিএসইতে ২১ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় দেড় কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসএমএকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।