ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বাজার পরিস্থিতি নিয়ে ডিবিএ-বিএমবিএ’র জরুরি বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
বাজার পরিস্থিতি নিয়ে ডিবিএ-বিএমবিএ’র জরুরি বৈঠক

ঢাকা: পুঁজিবাজারে চলমান দরপতনের কারণ এবং দরপতন থেকে উত্তোরণের উপায় খুঁজে বের করতে জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ ৩০ ব্রোকার।

রোববার (০৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ডিএসইর বোর্ড রুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদিক।

গত ২৯ জানুয়ারি মুদ্রানীতি ঘোষণার পর দিন থেকে পুঁজিবাজারে ব্যাপক দরপতন হচ্ছে।

এই দরপতনে ডিএসইর প্রধান সূচক ১৫৫ পয়েন্ট কমেছে। রোববার (০৪ ফেব্রুয়ারি) সপ্তাহের প্রথম কার্যদিবসও ব্যাপক দরপতন হচ্ছে। এতে ডিএসইর প্রধান সূচক কমে ৬ হাজার পয়েন্টের নিচে নেমেছে।

আর বাজার মূলধন কমেছে ৮ হাজার ২১৯ কোটি ৯২ লাখ ৯ হাজার টাকা। পাশাপাশি পাল্লা দিয়ে কমছে লেনদেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রয়ারি০৪,২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।