ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংক খাতের দাপটে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
ব্যাংক খাতের দাপটে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ ডিসেম্বর) লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে টানা দুই কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়লো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খাতের শেয়ারের দাম বাড়ায় বুধবার উভয় বাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে। এদিন ব্যাংক খাতের তালিকাভুক্ত ত্রিশটি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩টির। কমেছে ৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৪টি ব্যাংকের শেয়ারের দাম।

ডিএসই’র তথ্য মতে, বুধবার বাজারে ১২ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৮১৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫৫১ কোটি ৭০ লাখ ৫৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭১ কোটি ৪১ লাখ ৯২ হাজার টাকা। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৭১ লাখ ৯৫ হাজার টাকা।
 
তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৮ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৬ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৭ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৯১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৫ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৮১ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৮ লাখ ৪৯ হাজার ২৩৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৩ কোটি ৭১ লাখ ৭ হাজার ৯৪৭ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১০ কোটি টাকা।  

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭,২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।