ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সপ্তাহ শেষ হলো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
সপ্তাহ শেষ হলো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (নভেম্বর ১৬) লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪৬ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৮৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

তবে কমেছে লেনেদেন। আগেরদিন বুধবার সূচকের পতন হয়েছিলো। তবে তার আগের দিন বেড়েছিলো সূচক। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং যোগাযোগ খাতের শেয়ারের দাম বেড়েছে।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার বাজারে ১৯ কোটি ২৪ লাখ ৬৬ হাজার ৮২৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৩৭ কোটি ৯৮ লাখ ৩২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮৮৩ কোটি ২২ লাখ ৯৯ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৭৬ কোটি ৯১ লাখ ১৫ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৯০৩ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৬ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৯ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৬ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৯০টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৮৪ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৬১ কোটি  ২১ লাখ ৭৯ হাজার ১৪৯ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছে ৫৪ কোটি ৭৫ লাখ ৪১ হাজার ৫২৮ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৬৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।