ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

একদিন পর আবারো সূচক পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
একদিন পর আবারো সূচক পতন

ঢাকা: একদিন পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ নভেম্বর) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৬ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৩২ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও।

এর আগের সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছিলো। তবে তার আগের দিন উভয় বাজারে দরপতন হয়েছে। তারও আগে টানা পাঁচ কার্যদিবস সূচকের উত্থান হয়েছিলো।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন ব্যাংক-বিমা খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে বেড়েছে আর্থিক, খাদ্য ও আনুষাঙ্গিক এবং যোগাযোগ খাতের শেয়ারের দাম। এ কারণে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।

ডিএসইর তথ্য মতে, বুধবার বাজারে ২০ কোটি ১৩ লাখ ২৮ হাজার ৫৭৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৮৮৩ কোটি ২২ লাখ ৯৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৭৬ কোটি ৯১ লাখ ১৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯০৩ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৯৮৩ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৬ দশমিক ৪৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৭ দশমিক ৬০ পয়েন্ট কমে ২ হাজার ২৭০ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৫ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১৩৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩২ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১১ হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৫৪কোটি ৭৫ লাখ ৪১ হাজার ৫২৮টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭২ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯ কোটি ৪৫ লাখ ৭৬ হাজার ৩৭৮ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১০০টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।