ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দুই মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
দুই মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন

ঢাকা: সূচক পতনের একদিন পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ নভেম্বর) ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। দিনভর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৬৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন।

তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এদিন ডিএসইতে দুই মাসের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ১৭৬ কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিলো ১ হাজার ৫০৮ কোটি টাকা। যা এক মাস ২৫ দিনের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

 বাজার বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংক, বস্ত্র ও বিমা খাতের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। তবে যেসব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে তার মধ্যে বেশিরভাগ আর্থিক ও যোগাযোগ খাতের শেয়ার। ফলে ইতিবাচক প্রবণতায় দিনের লেনদেন শেষ হয়েছে।  

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারে ২৯ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ৮৬৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ১৭৬ কোটি ৯১ লাখ ১৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯০৩ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৮৩ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার টাকা।  

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৫ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৬ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৭ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ১৩ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৯ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৩১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৭২ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯ কোটি ৪৫ লাখ ৭৬ হাজার ৩৮৭ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৯ কোটি ৩৮ লাখ ২৬ হাজার টাকা।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১১৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।