ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

শেয়ারবাজার

বড় দরপতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
বড় দরপতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ঢাকা: বড় দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচকের নিম্নমুখী প্রবণতা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১১১ পয়েন্ট।

ফলে টানা তিন কার্যদিবস সূচক পতন হলো।

এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় দরপতন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তারা বলছেন, কয়েকদিন টানা বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ার পাশাপাশি কয়েকটি ব্যাংককে পুঁজিবাজারে বিনিয়োগের নিয়ম ভঙ্গ করায় জারিমানা করা হয়েছে। এছাড়াও দেশের বিদ্যমান সমস্যার কারণে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ১৭ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার ৯২০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬২০ কোটি ১৩ লাখ ১৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৪৩ কোটি ২৯ লাখ ৭ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৯২ কোটি ৪ লাখ ৮৭ হাজার টাকার।
 
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৫ দশমিক ৪৬ পয়েন্ট কমে ৬ হাজার পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৩ দশমিক ৯৫ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১১ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৩২২ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ২৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১১১ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১১ হাজার ২৬৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৭ কোটি ২৮ লাখ ৫২ হাজার ৫১৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫ কোটি ২১ লাখ ২৬ হাজার ৩৬৯ টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৯৮১ টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।