ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

শেয়ারবাজার

স্টাইল ক্রাফটের ৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
স্টাইল ক্রাফটের ৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: শেয়ারহোল্ডারদের জন্য ৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বস্ত্র খাতের স্টাইল ক্রাফট লিমিটেড।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটি পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৮০ শতাংশ বোনাস এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়ার পর বুধবার (১১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।

 

এর আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড নির্ধারণ করা হয়েছে আগামী ২ নভেম্বর।

সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ টাকা ৪৭ পয়সা।  

এছাড়া শেয়ার প্র্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৫০৮ টাকা ৪ পয়সা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮৯ টাকা ৪৪ পয়সা।

 বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
 এমএফআই/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।