ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

একমি ল্যাবরেটরিজের ‍৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
একমি ল্যাবরেটরিজের ‍৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ‍৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড।

সোমবার (০৯ অক্টোবর) ওষুধ ও রসায়ন খাতের এই কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগের বছর ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো প্রতিষ্ঠানটি।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল সাড়ে ১০টায় পিএসসি কনভেনশন হল, মিরপুরে অনুষ্ঠিত হবে এজিএম। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ দশমিক ৬১ টাকা । কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ দশমিক ১৩ টাকায়।

উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৯ দশমিক ৯৫ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৬ দশমিক ৯০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৯ দশমিক ৭০ শতাংশ শেয়ার।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা,অক্টোবর ০৯,২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।