ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা পতনের পর সূচক বাড়লো ডিএসই, সিএসইতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
টানা পতনের পর সূচক বাড়লো ডিএসই, সিএসইতে

ঢাকা: টানা ছয় কার্যদিবস সূচক পতনের পর সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সূচক বৃদ্ধি পেয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

একই সঙ্গে টানা সাত কার্যদিবস পর সূচক বেড়েছে দেশের অপর পঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। দিনভর সূচকের ওঠানামা শেষ এদিন ডিএসইতে সূচক বেড়েছে ১৩ পয়েন্ট আর সিএসইতে সূচক বেড়েছে ১৩ পয়েন্ট।

তবে উভয় বাজারে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

রূপালী ব্যাংক বাদে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব ব্যাংকের শেয়ারের দাম বাড়ায় বাজারে সূচকে বেড়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ২০ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৬৪৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬২৪ কোটি ৮৩ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৭৫ কোটি ৩৪ লাখ ২ হাজার টাকার।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০মূল্য সূচক ০ দশমিক ৪৩ পয়েন্ট কমে ২ হাজার ১৭৭ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৪ দশমিক ৪০ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪১১পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯২ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৮৯০ টাকা। এর আগের দিন লেনদনে হয়েছিলো ৬৫কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৫৬৩ টাকা।  

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।