ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সিএসই’র ২ সিকিউরিটিজের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ৩, ২০১৭
সিএসই’র ২ সিকিউরিটিজের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত

ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দুই সিকিউরিটিজের ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ। সিএসইর ৫৭তম বোর্ড সভায় পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

সিএসই সূত্র মতে, সিএসইর ট্রেক হোল্ডার মহারম সিকিউরিটিজের ব্যবসায়িক কার্যক্রমে সাময়িক এবং জালালাবাদ সিকিউরিটিজের প্রধান অফিস ছাড়া সব শাখার ব্যবসায়িক কার্যক্রমে সাময়িক স্থগিতাদেশ ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
  
সিএসইর ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট ২০১৩ এর রেগুলেশন ৭ (৫) পরিপালন ব্যর্থ হওয়ায় মহারম সিকিউরিটিজের ব্যবসা সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

সিএসইর ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট ২০১৩ এর রেগুলেশন ৮(১) (২)(বি) ক্ষমতা বলে এ শাস্তি দেওয়া হয়েছে।
 
অন্যদিকে সিকিউরিটিজ আইন পরিপালনে ব্যর্থ হওয়ায় জালালাবাদ সিকিউরিটিজের সব শাখার (প্রধান অফিস ব্যতিত) ব্যবসায়িক কার্যক্রমে সাময়িক স্থগিতাদেশ ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিএসইর ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট ২০১৩ এর রেগুলেশন ৭(৯)(৫) এবং ৮(১)(২)(বি) ক্ষমতা বলে হাউজটিকে উভয় শাস্তি দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।