ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বড় দরপতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
বড় দরপতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ঢাকা: আগের সপ্তাহের ধারাবাহিকতায় নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ এপ্রিল) দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। 

দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৮৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১৫৯ পয়েন্ট।

 

এর ফলে গত সোমবার (১৭ এপ্রিল) সূচক বাড়ার পর টানা চার কার্যদিবস দরপতন হলো। এর আগের টানা আট কার্যদিবস দরপতন হয়েছিলো।

ডিএসই’র তথ্য মতে, রোববার ডিএসইতে ১৬ কোটি ৩০ লাখ ৪৬ হাজার ৫৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫০৬ কোটি ২২ লাখ ৭৭ হাজার টাকায়। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫৭ কোটি ৮৮ লাখ ৯ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮৪ কোটি ১৮ লাখ ২৪ হাজার টাকা।  

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৩ দশমিক ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ২৫ দশমিক ৯১ পয়েন্ট কমে ২ হাজার ২৪ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ৯ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ২৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৩৩টি, কমেছে ২৭৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৫৯ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১০ হাজার ২০৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ২৭ লাখ ১৯ হাজার ২৬ টাকা।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ২৮টি, কমেছে ১৯৫টি এবং ১২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ২৩,২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।