ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন বেড়েছে ৫০ শতাংশ

মাহফুজুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
ডিএসইতে লেনদেন বেড়েছে ৫০ শতাংশ

ঢাকা: গত অর্থবছরের তুলনায় ২০১৬-১৭ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই ২০১৬-জানুয়ারি ২০১৭) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫০ শতাংশ লেনদেন বেড়েছে।

২০১০ সালে পুঁজিবাজারে মহাধসের ছয় বছর পর সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিশেষ উদ্যোগের ফলে আস্থায় ফিরেছে বাজার। এ কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীর পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে।

ফলে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫০ শতাংশের বেশি।

ব্রোকারেজ হাউজ এবং স্টক এক্সচেঞ্জের প্রত্যাশা গত বছরের তুলনায় চলতি বছর শতভাগ লেনদেন বাড়বে। লেনদেন বাড়লে ব্রোকারেজ হাউজগুলো ভালো কমিশন পাবে। ফলে টানা ছয় বছর লোকসানে থাকা হাউজগুলো ক্ষতি কাটিয়ে মুনাফায় ফিরবে। এতে পুঁজিবাজার গতি ফিরে পাবে।

ডিএসই’র সূত্র মতে, ২০১৫-১৬ অর্থবছরের প্রথম সাত মাসে ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬ হাজার ৮২১ কোটি ৪০ লাখ ১৩ হাজার ১৬৬ টাকার। আর ২০১৬-১৭ অর্থবছরের প্রথম সাত মাসে লেনদেন হয়েছে ১ লাখ ৬৫৮ কোটি ১২ লাখ ২৩ হাজার ৮৮১ টাকার। যা আগের বছরের তুলনায় বেড়েছে ৩৩ হাজার ৮৩৬ কোটি ৭২ লাখ ১০ হাজার ৭১৫ টাকা বেশি। যা শতাংশের হিসেবে বেড়েছে ৫০ দশমিক ৬৪ শতাংশ বেশি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের সুদের হার ব্যাপক হারে কমানোর পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে একটি শক্তিশালী পুঁজিবাজার গঠন করতে কাজ করছে সরকার। এতে বিনিয়োগকারীদের বাজারের প্রতি আগ্রহ বেড়েছে।

এছাড়াও অল্প দামে ব্যাংক, বিমাসহ ভালো কোম্পানির শেয়ার কেনার সুযোগে পুরোনো গেমলার বাজারে এসেছেন। ফলে নতুন করে বাজারে ফান্ড ঢুকছে। এতে লেনদেনও বেড়েছে।

পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউনন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। এর ফলে নগদ তহবিলের প্রবাহ প্রতিনিয়তই বাড়ছে।

তিনি বলেন, মানি মার্কেটে বিনিয়োগের চেয়ে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগে লাভ বেশি থাকায় বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগ করছেন।  

তিনি আরও বলেন, ব্যাংকের সেভিংসের ইন্টারেস্টের পরিমাণ ৭ শতাংশ হওয়ায় ব্যক্তি বিনিয়োগকারীরা আরও লাভের আশায় পুঁজিবাজারে বিনিয়োগ করছেন। অপরদিকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর হাতে এখন যথেষ্ট পরিমাণ তারল্য রয়েছে।

তারাও এ টাকা এখন পুঁজিবাজারে বিনিয়োগ করছেন। ফলে প্রতিনিয়তই পুঁজিবাজারে লেনদেন, সূচক ও শেয়ারের দাম বাড়ছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বলেন, পুঁজিবাজারের স্বচ্ছতার জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে সংস্কারসহ আইন-কানুন অনেক শক্ত করেছি।

এছাড়া মানি মার্কেটের সুদের হার অনেক নিচে রয়েছে। সুদের হারসহ সবগুলো ইন্ডিকেটর অনেক কম আছে। ফলে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এমএফআই/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।