ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএস-৩০ সূচকে লংকাবাংলা ইন, আউট সিঙ্গার বিডি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
ডিএস-৩০ সূচকে লংকাবাংলা ইন, আউট সিঙ্গার বিডি

ঢাকা: জুলাই থেকে ডিসেম্বর ২০১৬ সাল পর্যন্ত সময়ের পর নিয়মিত সূচক পুনর্মূল্যায়নে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএস-৩০ সূচকে যোগ হলো লংকাবাংলা ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। আর এই সূচক থেকে বাদ পড়লো সিঙ্গার বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

সূত্র জানায়, আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর বা এসঅ্যান্ডপির নির্ধারিত মাপকাঠি বিবেচনায় সূচকের এ পুনর্মূল্যায়ন করা হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ করে অর্ধবার্ষিক পুনঃগণনায় নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই-৩০’-এ জায়গা করে নিয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।

বিপরীতে ব্লুচিপ তালিকা থেকে ছিটকে পড়েছে সিঙ্গার বাংলাদেশ। আগামী ২২ জানুয়ারি থেকে এ পরিবর্তন কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এমএফআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।