ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পতনের একদিন পর ঊর্ধ্বমুখী উভয় পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
পতনের একদিন পর ঊর্ধ্বমুখী উভয় পুঁজিবাজার

সূচক পতনের একদিন পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ নভেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় উভয় বাজারে লেনদেন হয়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

ঢাকা: সূচক পতনের একদিন পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ নভেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় উভয় বাজারে লেনদেন হয়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

 

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১১ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৬ পয়েন্ট।
 
এর আগের দিন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (নভেম্বর ২৭) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

সোমবার ডিএসইতে মোট ২৭ কোটি ২৫ লাখ ২১ হাজার ৯২০টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৭৪৫ কোটি ৮ লাখ ৭৬ হাজার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬১০ কোটি ৩০ লাখ ৫৫ হাজার টাকা। তার আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৬৫৮ কোটি ৪২ লাখ ৫৫ হাজার টাকা।  
 
এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসইএস শরিয়াহ্ সূচক ১ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন সিএসইতে ৪১ কোটি ৪৫ লাখ ১৮ হাজার ৯৭৮ টাকার লেনদের হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪০ কোটি ৭৪ লাখ ১ হাজার ৫৫ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪২ কোটি ৯০ কোটি ৬ হাজার ৪৯২ টাকা।
 
লেনদেন হওয়া ২৫২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৮০টির, অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এমএমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।