ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

চার কার্যদিবস পর থামলো দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ২২, ২০১৬
চার কার্যদিবস পর থামলো দরপতন

ঢাকা: টানা চার কার্যদিবস পর পুঁজিবাজারে দরপতন থেমেছে। দিনভর সূচকের ওঠানামা শেষে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ জুন) উভয় বাজারে লেনদেন, সূচক ও বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে।

 

বাজার পর্যালোচনায় দেখা যায়, প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক খাতে কর রেয়াত সুবিধা দেওয়ায় এদিন বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বুধবার এ খাতে তালিকাভুক্ত ৪৪টি প্রতিষ্ঠানের ৩০ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। অপরিবর্তিত রয়েছে ৪ কোম্পানির শেয়ারের দাম।

বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩০১টি কোম্পানির ১১ কোটি ৪১ লাখ ৬৪ হাজার ৮৭২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ৩২৯ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবস ৩২৮ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছিলো।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩.১৩ পয়েন্টে বেড়ে ৪ হাজার ৩৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।    
 
ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ০.৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই৩০ সূচক আগের দিনের চেয়ে ০.১২ পয়েন্ট কমে ১ হাজার ৭১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৮.১০ পয়েন্ট বেড়ে  ৮ হাজার ১৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৪ লাখ টাকার। আগের দিন লেনদেন ১৯ কোটি ৯৬ লাখ টাকার লেনেদেন হয়েছে।

লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।