ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে মিশ্র প্রবণতা, বেড়েছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুন ৭, ২০১৬
সূচকে মিশ্র প্রবণতা, বেড়েছে লেনদেন

ঢাকা: কয়েক কার্যদিবস দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ জুন) দেশের দুই পুঁজিবাজারের সূচকে মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন ঢাকার বাজারে সূচক বেড়েছে ২ পয়েন্ট, তবে চট্টগ্রামের বাজারে কমেছে ১২ পয়েন্ট।

মঙ্গলবার উভয় বাজারে লেনেদেন বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, একমি ল্যাবরেটরিজ লিমিটেডের লেনদেনকে কেন্দ্র করে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে। মঙ্গলবার এ কোম্পানির শেয়ারে লেনদেন হয়েছে ১৪০ কোটি টাকার।

সকালে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে লেনদেনের আধা ঘণ্টা পর শুরু হয় সূচকের ওঠানামা। যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিলো। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১২ পয়েন্টে দাঁড়িয়েছে।       
 
ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭১ কোটি ৪৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ২৮২ কোটি টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত আছে ৩৯টি।
 
তবে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১২ দশমিক ২৩ পয়েন্ট কমে ৮ হাজার ২৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ২৬ লাখ টাকা। লেনদেন হওয়া ২২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত আছে ২৬টি।
 
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।