ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দুই বাজারে সূচকে মিশ্র প্রবণতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুন ১, ২০১৬
দুই বাজারে সূচকে মিশ্র প্রবণতা

ঢাকা: দুই কার্যদিবস দরপতনের পর বাজেট অধিবেশনের আগে জুন মাসের প্রথম কার্যদিবসে দেশের প্রধান দুই পুঁজিবাজারে সূচকে মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০১ জুন) ঢাকার বাজারে সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।

অন্যদিকে চট্টগ্রামের বাজারে কমেছে লেনদেন, সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

বাজার সংশ্লিষ্টরা বলছেন- গ্রামীণ ওয়ান এবং এইমস ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বিক্রি চাপের পাশাপাশি আসন্ন বাজেট পুঁজিবাজারে কেমন প্রভাব ফেলবে বিনিয়োগকারীদের এমন দ্বিধাদ্বন্দ্বের কারণে লেনদেন কম হয়েছে।
 
বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ৯১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৪২৬ কোটি ২৩ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত আছে ৫৩টি।
 
তবে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৩ দশমিক ৫৮ পয়েন্ট কমে ৮ হাজার ২৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি টাকা। লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত আছে ৩২টি।
 
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।