ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

নিম্নমুখী প্রবণতায় লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
নিম্নমুখী প্রবণতায় লেনদেন

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ মার্চ) লেনদেনের প্রথম ঘণ্টা শেষেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকে নিম্নমুখী প্রবণতা রয়েছে।

প্রথম ঘণ্টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪০১ পয়েন্টে।

সিএসই প্রধান সূচক সিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫১৮ পয়েন্টে।

ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ১১৩ কোটি টাকা। লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত আছে ৫৪টির।

অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৫২ লাখ টাকার।

লেনদেন হওয়া ১৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৮টির,  কমেছে ৮০টির এবং অপরিবর্তিত আছে ২৪টির।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।