ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বিএসইসি কমিশনারের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
বিএসইসি কমিশনারের পদত্যাগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার আরিফ খান পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।



বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার আরিফ খানের এ পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রণালয়। ১ ফেব্রুয়ারি থেকে তার এ পদত্যাগ কার্যকর হবে।

অসুস্থতার কারণ দেখিয়ে কমিশনার আরিফ খান পদত্যাগ করেছেন বলে জানান তিনি।

তবে আরিফ খানের পদত্যাগের বিষয়ে বিএসইসির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।