ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি সুহৃদ

শেয়ারবাজার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি সুহৃদ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের প্রতিষ্ঠান সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানির পরিচালক পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।



এদিকে লভ্যাংশ না দেওয়ায় ‘এ’ ক্যাটাগরিভুক্ত শেয়ারটি ‘জেড’ ক্যাটাগরিতে পরিবর্তন হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়। আগামী ৩১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) আগামী ১৯ মার্চ গাজীপুরে কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ ফেব্রুয়ারি।

২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সুহৃদ ইন্ডাস্ট্রিজ।

বাংলাদেশ সময়:১০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।