ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দর বৃদ্ধির কারণ নেই ঢাকা ডাইংয়ের

শেয়ারবাজার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
দর বৃদ্ধির কারণ নেই ঢাকা ডাইংয়ের

ঢাকা: শেয়ারের দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে জানিয়েছে ঢাকা ডাইং।

সম্প্রতি কোম্পানিটির শেয়ারের দর অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় কারণ জানতে চেয়ে ঢাকা ডাইং কোম্পানিকে চিঠি দেয় ডিএসই।

উত্তরে কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানায় কোম্পানি।

ঢাকা ডাইংয়ের চলতি মাসের লেনদেন চিত্রে দেখা যায়, গত ৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দর ছিল ১১ টাকা। এরপর ২০ জানুয়ারি পর্যন্ত ১২ কার্যদিবসে এর শেয়ারের মূল্য বেড়ে ১৮ টাকায় পৌঁছে।

২১ জানুয়ারি (বৃহস্পতিবার) এর শেয়ারের মূল্য (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ১৭.৭ টাকা থেকে ১৮.৮ টাকায় ওঠানামা করে।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ঢাকা ডাইং।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।