ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৯০ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৯০ কোটি টাকা

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশের দুই শেয়ারবাজারে মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। প্রথম ঘণ্টার লেনদেন শেষে উভয় বাজারে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়ার ফান্ডের দাম বেড়েছে।


 
প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ১ পয়েন্ট। লেনদেন হয়েছে ৯০ কোটি টাকার বেশি।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টায় সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ৫ কোটি টাকার বেশি।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৫ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৩ পয়েন্ট।
 
এরপর বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ১০ পয়েন্ট। বেলা ১১টা ১০ মিনিটে বাড়ে ৯ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে বাড়ে ৯ পয়েন্ট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৩ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে।
 
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৯৬ কোটি ৭৫ লাখ টাকা। লেনদেন হওয়া ১১২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১০২টি এবং অপরিবর্তীত আছে ৫৪টি।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- কেপিসিএল, বিএসআরএম স্টিল, ইউনাইটেড এয়ার, আরএকে সিরামিকস, কাশেম ড্রাইসেল, বেক্সিমকো ফার্মা, এসপিসিএল, এসিআই, বিচ হ্যাচারি ও লাফার্জ সুরমা সিমেন্ট।
 
অপর শেয়ার বাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট কমে ৯ হাজার ৩১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৭ লাখ টাকা।
 
লেনদেন হওয়া ৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ৪৯টি এবং অপরিবর্তীত আছে ৪১টি।
 
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।