ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বৃহস্পতিবার লেনদেন বন্ধ স্কয়ার ফার্মার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
বৃহস্পতিবার লেনদেন বন্ধ স্কয়ার ফার্মার

ঢাকা: রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার(১৩ আগস্ট’২০১৫) শেয়ার লেনদেন বন্ধ রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের।   আগামী ১৬ সেপ্টেম্বর রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হবে।



স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদ ৩১ মার্চ সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। পরিচালনা পর্ষদের সে সভায় কারখানা সংস্কার, আধুনিকায়ন, যন্ত্রপাতি ক্রয় ও ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য জমি কিনতে মোট ১৫৫ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনাও অনুমোদন করে পর্ষদ।

কোম্পানিটি গেল হিসাব বছরে শেয়ারপ্রতি ১০ টাকা ৮০ পয়সা আয় করেছে, আগের বছর যা ছিল ৮ টাকা ৯২ পয়সা। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, বর্তমানে স্কয়ার ফার্মার সমন্বিত নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ১০৯ কোটি ৩৩ লাখ টাকা।

এর আগে ২০১৪ হিসাব বছরের জন্য কোম্পানিটি ৩০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত ওষুধ কোম্পানিটি শেয়ারবাজারে আসে ১৯৯৫ সালে। এর অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৫৫৪ কোটি ৩০ লাখ টাকা, রিজার্ভ ১ হাজার ৯১৬ কোটি ১১ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।