ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বৃহস্পতিবার থেকে ফু-ওয়াং সিরামিকসের স্বাভাবিক লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
বৃহস্পতিবার থেকে ফু-ওয়াং সিরামিকসের স্বাভাবিক লেনদেন

ঢাকা: রেকর্ড ডেটের পর সিরামিক খাতের ফু-ওয়াং সিরামিকসের শেয়ার লেনদেন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে স্বাভাবিকভাবে শুরু হবে।

বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।



সিরামিক খাতের ফু-ওয়াং সিরামিক কোম্পানি তাদের অনুমোদিত মূলধন ১০০ কোটি থেকে ৩০০ কোটি টাকায় উন্নীত করবে।

এজন্য আগামী ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১০ ডিসেম্বর। এজন্য এদিন কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে।

বিনিয়োগকারীদের সম্মতির পর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ সময় : ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।