ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ট্রাস্ট ব্যাংকের ইজিএম ৬ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
ট্রাস্ট ব্যাংকের ইজিএম ৬ ফেব্রুয়ারি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংকের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


 
কোম্পানির ইজিএম ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ বিমানবন্দর সড়ক, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ জানুয়ারি ২০১৪।
 
উল্লেখ্য, ব্যাংকের পরিচালনা পর্ষদ বাজারে ২০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। যা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন।

শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এ ইজিএম আহ্বান করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।