ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

তবুও ফেরার ইচ্ছা নেই হাসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৩
তবুও ফেরার ইচ্ছা নেই হাসির

মেলবোর্ন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত জানুয়ারিতে অবসর নিয়েছেন অসি ব্যাটসম্যান মাইক হাসি। ভারত সফরে প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার লজ্জাজনক হারের পরও অবসর ভেঙে জাতীয় দলে ফেরার পরিকল্পনা নেই তাঁর।



হাসি বললেন,‘আমি ওরকম কিছু চিন্তা করছি না। ’ বরং ব্যাটসম্যানদের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন সাবেক এ তারকা,‘ভারত সফরে এই দলকে নিয়েই চেষ্টা করে যেতে হবে। আমি মনে করি এই দলের প্রত্যেককে সমর্থন দেয়া ও তাদের ওপর আস্থা রাখা সত্যিই গুরুত্বপূর্ণ। ’

ভারত সফরে অভিজ্ঞতাকে বড় করে দেখছেন হাসি,‘ওখানে আগে টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকলে তা সত্যিই চ্যালেঞ্জিং। সিরিজ যতই এগোবে আমি নিশ্চিত ছেলেরা আরো ভালো করবে। এখন আমাদের সিরিজ জেতার সম্ভাবনা নেই কিন্তু বাকি দুটি ম্যাচ জেতার জন্য আরো ভালো খেলার চেষ্টা করা যেতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ৭ মার্চ ২০১৩
এফএইচএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।