ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ঢাকা: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল ২৩-জুন ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৫ টাকা। গত বছর একই সময়ে ০.৯১ টাকা আয় হয়েছিল।

হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি ২৩-জুন ২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ১.৩২ টাকা আয় হয়েছে। গত বছরের একই সময়ে ১.৮৫ টাকা হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০.৩০ টাকা।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এসএমএকে/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।