ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অপার মহিমার রমজান

সাহরির জন্য মুসলমানদের ঘুম থেকে ডেকে দেন এক খ্রিস্টান

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুন ১২, ২০১৭
সাহরির জন্য মুসলমানদের ঘুম থেকে ডেকে দেন এক খ্রিস্টান মিখায়েল আইউব, সাহরির জন্য মুসলমানদের ঘুম থেকে ডেকে তোলেন দীর্ঘ ১৪ বছর যাবত

এক কালের ফিলিস্তিন আর বর্তমানের জেরুজালেমের অর্ন্তগত বিখ্যাত শহর আক্কা। সেই আক্কা শহরের পাশে ছোট একটি গ্রাম।

গ্রামের অধিবাসীদের অধিকাংশই মুসলিম হলেও সেখানে বসবাস রয়েছে কিছু খ্রিস্টান পরিবারের। এই পরিবারগুলোর অন্যতম এক সদস্য মিখায়েল আইউব।

দীর্ঘ ১১ মাস স্বাভাবিক জীবনযাপন করলেও রমজান মাসে তার রুটিনে আসে পরিবর্তন। রাত ১টা বাজলেই আর বিছানায় থাকেন না তিনি। মুসলিম রোজাদারদের জাগানোর জন্য তিনি একটি দফ (একদিকে চামড়া লাগানো ড্রাম বিশেষ) নিয়ে নেমে পড়েন রাস্তায়। রাত ৪টা পর্যন্ত দফ বাজিয়ে বাজিয়ে রোজাদারদের জাগিয়ে তোলেন।

এক বা দুই বছর নয়, দীর্ঘ ১৪ বছর ধরে তিনি এ কাজ করে চলেছেন।

মিখায়েল আইউব, সাহরির জন্য মুসলমানদের ঘুম থেকে ডেকে তোলেন দীর্ঘ ১৪ বছর যাবত
মিখায়েল আইউব জানালেন, ‘মেসাহারাতি’ স্বেচ্ছাসেবী হিসেবে এ কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
 
তিনি শৈশবের কথা মনে করে বলেন, ছোটকালে অনেক মেসাহারাতি শান্তিপূর্ণভাবে মুসলিমদের সাহরির জন্য জাগিয়ে তুলতো। এখন আস্তে আস্তে সে দৃশ্য হারিয়ে যাচ্ছে। এ কারণে তিনি প্রতিবেশী মুসলিমদের সাহরির জন্য জাগিয়ে তোলার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন।

তিনি মানুষকে জাগিয়ে তোলার পর তারা সাহরি গ্রহণ করে এবং কেউ কেউ তাকেও সাহরিতে আমন্ত্রণ জানান।  

আইউব আরও জানান, আমার গোত্রের অনেকেই রাতে আমার সঙ্গী হয়।  

-আল আরাবিয়া ডটনেট অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুন ১২, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।