ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অপার মহিমার রমজান

আরব বিশ্বে দীর্ঘতম রোজা রাখছেন আলজেরিয়াবাসী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, মে ৩১, ২০১৭
আরব বিশ্বে দীর্ঘতম রোজা রাখছেন আলজেরিয়াবাসী আরব বিশ্বের মানচিত্র

জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আহমদ কারিক বলেন, জ্যোতির্বিজ্ঞান অনুসারে এবার আলজেরিয়া দীর্ঘতম রোজার সাক্ষী।

ড. কারীককে উদ্ধৃতি দিয়ে মিসরীয় মিডল ইস্ট সংবাদ সংস্থা বলছে, এবার আলজেরিয়াবাসী আরব বিশ্বের মধ্যে দীর্ঘ সময় রোজা পালন করবে।  

আলজেরিয়ার জনগণকে রোজা রাখতে হবে প্রায় ১৬ ঘন্টা ৪৪ মিনিট।

 

এর বিপরীতে সোমালিয়াবাসী শুধুমাত্র ১৩ ঘন্টা রোজা পালন করবে।  
 
আলজেরিয়ার জ্যোতির্বিজ্ঞানী ড. কারিক বলেন, রোজার সময় নির্ধারিত হয় প্রাকৃতিক কারণে। তা নির্ধারিত হয় বছরের ঋতুর ওপর ভিত্তি করে। দিন রাতের ঘন্টার ওপর ভিত্তি করে নয়।
 
তিনি আরও বলেন, এবারের রমজান মাসের বেশিরভাগ দিনগুলোই জুনে পড়বে। ফলে আমরা এ বছরের দীর্ঘতম দিনগুলোতে রমজানের সিয়াম পালন করব। আর এ মাসের রাত হবে বছরের সবচেয়ে ছোট।  
 
উল্লেখ্য, আবর বিশ্ব বলতে যে দেশগুলোর রাষ্ট্রীয় ভাষা আরবি। ৪২২ মিলিয়ন তথা ৪২ কোটি মানুষের মাতৃভাষা হলো আরবি।  

পৃথিবীতে ২২টি আবর দেশ আছে। তন্মধ্যে এশিয়া মহাদেশে ১২টি দেশ। ওই দেশগুলো হলো- ইরাক, ইয়েমেন, ওমান, কাতার, কুয়েত, জর্ডান, বাহরাইন, ফিলিস্তিন, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও সৌদি আরব।  

আফ্রিকা মহাদেশে ১০টি দেশ অবস্থিত। সেগুলো হলো- আলজেরিয়া,  কমোরোস, জিবুতি, তিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো, মিসর, লিবিয়া, সুদান ও সোমালিয়া। এই দেশগুলো ‘আরব বিশ্ব’ নামে পরিচিত।

-সোমালিয়া টাইমস অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।