ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অপার মহিমার রমজান

সেনাবাহিনীর ক্বেরাত ও আজান প্রতিযোগিতা সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুন ১০, ২০১৬
সেনাবাহিনীর ক্বেরাত ও আজান প্রতিযোগিতা সম্পন্ন ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তঃঅঞ্চল ক্বেরাত ও আজান প্রতিযোগিতা-২০১৬ বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতর লজিস্টিক্স এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় সদর দফতর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড মসজিদে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ জুন) বাদ জুমা এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


    
এতে বগুড়া অঞ্চল চ্যাম্পিয়ন এবং কুমিল্লা অঞ্চল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। ব্যক্তিগত পর্যায়ে ক্বেরাত প্রতিযোগিতায় ল্যা. করপোরাল মোহাম্মদ আবুল হোসাইন ও আজান প্রতিযোগিতায় করপোরাল মো. শাহ জালাল প্রথম স্থান অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুন ১০, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।