ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অপার মহিমার রমজান

রমজান মাসের বিশেষ দোয়া

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
রমজান মাসের বিশেষ দোয়া

হজরত সালমান (রা.) বলেন, একবার নবী করিম (সা.) শাবান মাসের শেষদিন ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেন, তোমরা রমজান মাসে চারটি কাজ খুব বেশি করে করবে।

দু’টি কাজ দ্বারা তোমাদের প্রভুকে সন্তুষ্ট করতে পারবে। আর দু’টি কাজ না করে তোমাদের রক্ষা নেই। যে দু’টি কাজ দ্বারা তোমরা প্রভুকে সন্তুষ্ট করতে পারবে তা হলো- তোমরা আল্লাহর একত্ববাদের স্বাক্ষ্য দিতে থাকবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। যে দু’টি কাজ না করে তোমাদের রক্ষা নেই তা হলো- তোমরা জান্নাত প্রার্থনা করবে এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে। -সহিহ ইবনে খুজাইমা : ১৮৮৭

এই হাদিসের ভিত্তিতে উপরোক্ত দোয়ার চারটি বাক্য নি¤œরূপ-

أشهد أن لا إله إلا الله
উচ্চারণ : আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
অর্থ : আমি স্বাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই।

أستغفر الله
উচ্চারণ : আস্তাগফিরুল্লাহ
অর্থ : আমি আল্লাহর কাছে মাফ চাই।

أسألك الجنة
উচ্চারণ : আসআলুকাল জান্নাহ্।
অর্থ : আমি আল্লাহর কাছে জান্নাত চাই।

أعوذ بك من النار
উচ্চারণ : আউজু বিকা মিনান নার।
অর্থ : আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই।

এই দোয়ার বাক্যগুলো মিলিয়ে একত্রে পড়া যাবে, ইচ্ছে করলে আলাদা আলাদাও পড়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘন্টা, জুন ১৯, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।