ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অপার মহিমার রমজান

প্রতিদিন ৫শর বেশি মানুষকে ইফতার করান মেয়র নজরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
প্রতিদিন ৫শর বেশি মানুষকে ইফতার করান মেয়র নজরুল

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর প্রতিদিন ৫শরও বেশি রোজাদারকে ইফতার করাচ্ছেন। পহেলা রমজান থেকে এ কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি।

প্রতিদিন নিজ হাতে রান্না করেন মেয়র নজরুল ইসলাম। পরে নিজেই প্যাকিটিং করে পৌর এলাকায় বিভিন্ন স্পটে এসব ইফতার বিলিয়ে দেন।

তার ইফতারের মধ্যে রয়েছে তেহরি ও খিচুড়ি। নিজ হাতে ইফতার তৈরি ও বিতরণ করে খুশিও মেয়র নজরুল ইসলাম সওদাগর।

২০১৩ সালে বকশীগঞ্জ পৌরসভা গঠন হলেও ২০১৯ সালে ১০ ফেব্রুয়ারী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন বকশীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র নজরুল ইসলাম সওদাগর। এ পর্যন্ত বকশীগঞ্জ পৌরসভার ছোট-বড় ৭০টিরও বেশি রাস্তা পাকাসহ পুরো পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় এনেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।