ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে এম এ গনিকে সংবর্ধনা

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
কাতারে এম এ গনিকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার: কাতারে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনিকে সংবর্ধনা জানিয়েছে আওয়ামী সমর্থক গোষ্ঠী।

স্থানীয় সময় রোববার (২৭ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহা নাজমা সালিমর রেস্টুরেন্টে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তাকে সংবর্ধনা জানানো হয়।



সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ গনি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মাহবুবুল আলম।

undefined


অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগ কাতার শাখার সাধারণ সম্পাদক আবু ইউসুফ বাবুল।

এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব অমল বাড়ৈ, যুগ্ম আহ্বায়ক বদরুল আলম, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ ফয়সাল, আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি সফিকুল ইসলাম প্রধান, কাতার গোপালগঞ্জ সমিতির সভাপতি হাসিবুর রহমান, কাতার বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান, আওয়ামী লীগ কাতার শাখার সাবেক সভাপতি কপিল উদ্দিন, কাতার বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এম এ বাকের প্রমুখ।

undefined


বক্তারা বলেন, উন্নয়ন আর সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়ী করতে হবে।

এসময় নৌকা প্রতীকে ভোট দিতে প্রবাসীদের পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।