ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ইতালির ভিচেন্সায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

নজরুল ইসলাম উজ্জ্বল (অতিথি করেসপন্ডেন্ট, ইতালি) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
ইতালির ভিচেন্সায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ইতালির ভিচেন্সা বিএনপি ও যুবদল।  

গতকাল (৯ নভেম্বর) ভিচেন্সা প্রভিন্সের আলতে মোনতেক্কিও'র এক হলে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ভিচেন্সা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কাজী আব্দুস সাত্তারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি শিকদার মোহাম্মদ কায়েস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিচেন্সা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম মান্না। প্রধান বক্তা হিসেবে ছিলেন আব্দুল্লাহ আল মামুন ও ইমরান খান।  

পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। এরপর বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বিষদ আলোচনা করেন। বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির প্রতিষ্ঠাতার গৌরবোজ্জ্বল ভূমিকার দিকে আলোকপাত করেন তারা। দলের ভারপ্রান্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন বক্তারা।  

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং বাংলাদেশ যেন একটি সুন্দর ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচালিত হতে পারে- সেই কামনায় দোয়া করেন উপস্থিত সকল নেতাকর্মী।  

সভায় আরও বক্তব্য রাখেন- জাফর আহমেদ কামাল মাঝি, মো. নজরুল ইসলাম উজ্জ্বল, মাইনুদ্দিন প্রিন্স, মিল্টন খন্দকার, আনিসুর রহমান, মিহাদ হাসান নয়ন, নুসরাত জাহান মুনা, মিন্টু আলম, সোহেল সারেং, শারমিন রহমান, মনিরুজ্জামান, আব্দুল হালিম, বরকত উল্লাহ, জাকির খন্দকার, সাইফুল ইসলাম ও মাহবুব ।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।