ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ইতালিতে জানালা দিয়ে নিচে পড়ে ৩ বছরের বাংলাদেশি শিশু নিহত 

অতিথি করেসপন্ডেন্ট, ইতালি  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
ইতালিতে জানালা দিয়ে নিচে পড়ে ৩ বছরের বাংলাদেশি শিশু নিহত 

ইতালি: ইতালিতে জানালা দিয়ে নিচে পড়ে ফাতিহা (৩) নামে বাংলাদেশি একটি শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (১৯ আগস্ট) ইতালির বলোনিয়া শহরে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, ফাতিহার বাবা ফয়সাল ইতালির বলোনিয়ার একটি বহুতল ভবনের তিনতলায় পরিবার নিয়ে বাস করেন। ঘটনার সময় সবাই কাজে ব্যস্ত ছিলেন। ফাতিহা বৃষ্টির পানি নিয়ে খেলতে গিয়ে তিনতলা ভবনের জানালা থেকে পড়ে যায়। এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ফাতিহার মৃত্যুতে ইতালির বাংলা কমিউনিটি ও বাংলাদেশে তার স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।  

প্রবাসী ফয়সালের দেশের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।